October 31, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উত্তরখানে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে স্বামীর হাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী মো. হানিফ শেখ (৪২) কর্তৃক স্ত্রী ইসমত আরা বেগমকে (৩২) হত্যা করেন বলে নিহতের ভাই বাদশা মিয়া এমন অভিযোগ করেন। নিহতের মৃতদেহ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে।

এ ব্যাপারে নিহতের ভাই বাদশা মিয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, তারা উত্তরখানের মধ্যপাড়ার মো. মনিরুজ্জামানের বাড়ি ‘ভুইয়া বাড়ি’র ভাড়াটিয়া।

নিহতের ভাই বাদশা মিয়া জানান, ইসমত আরার মেয়ে আকলিমা আক্তারের নামে ব্যাংকে ২০ হাজার টাকা আছে। গত এক সপ্তাহ ধরে ওই টাকা দেওয়ার জন্য হানিফ শেখ তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তিনি স্ত্রীকে হত্যা করেন।

উত্তরখান থানার পুলিশ এসআই হাবিব হাওলাদার জানান, ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে সকাল সাড়ে ৭টার দিকে ইসমত আরার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের গলায় কালো দাগ ও শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে।