September 19, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রোজাদারের ইফতার নিয়ে প্রবাসীর দুয়ারে বাংলাদেশ দুবাই কনসুলেট

এস.এম.ফয়জুল্লাহ শহিদ,দুবাই, ইউ,এ,ই: রোজাদারদের ইফতারি খাওয়াতে প্রবাসীদের দুয়ারে দুয়ারে কনসুলেট, “দুয়ারে কনসুলেট” নামে বাংলাদেশ কনসুলেট বিগত তিন বৎসর যাবত রমজান মাসে অসহায় ও দুস্থ রোজাদার প্রবাসীদের কথা চিন্তা করে প্রবাসী বান্ধব ইফতারি বিতরণের মত মহতি এক ভূমিকা পালন করে আসছে।

সেই ধারাবাহিকতায় এবারও ৬ই এপ্রিল ২৭ এ রমজান দুবাইয়ে ‘আল দা’খান ‘(রাউজানের ফরিদ সাহেব সি,আই,পি) ওয়ার্কসপ গলীতে ব্যাতিক্রমী এ ইফতার প্রদান কার্যক্রমের ও দোয়া মাহফিলের আয়োজন করে, ইফতার ও দোয়া মাহফিলের এ উদ্যোগ প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় ও প্রশংসা লাভ করে। বাংলাদেশ কনসুলেটের এরুপ সুষ্ঠু সুন্দর ও প্রশংসনীয় কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এবং দুবাইয়ের বাংলাদেশ প্রবাসী কমিউনিটি।

উক্ত মহত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “দুয়ারে কনসুলেটের” প্রবক্তা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল “বি এম জামাল হোসেন”, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল এবং প্রথম সচিব (প্রেস) মোঃ আরিফুর রহমান সহ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল(সি.আই.পি),সেক্রেটারি জেনারেল সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব সৈনিক ও দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মুহাম্মদ আলী সহ আরো অনেক গণ্যমান্যব্যক্তিবর্গগণ।

ইফতার মাহফিলের শেষে সাধারণ প্রবাসীদের সন্তুষ্ট মুখের প্রশংসা যেন নেতৃত্বদাতাদেরকে আরো বেশি বেশি ভালো কাজের উদ্যোগি ও সহযোগী হওয়ার নেশা তৈরি করে। পরিশেষে দেশ ও প্রবাসীদের উত্তরোত্তর উন্নতি -সফলতা কামনা করে দোয়ান্তে অনুষ্ঠানের সমাপণ করা হয়।

Print Friendly, PDF & Email