নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা তাকে উদ্ধার করে। র্যাব সূত্র জানায়, গত ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে গাবতলী মহিলা কলেজের এক শিক্ষার্থী সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে কলেজে যাওয়ার পথে অপহৃত হন। অজ্ঞাতনামা আসামিরা সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে অপহরণকারীরা মেয়েটির পরিবারের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব অপহরণকারীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার আভিযানিক দল বগুড়ার নন্দীগ্রাম থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত মেয়েটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত