October 11, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঘাটাইলে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।

ঘাটাইল(ঘাটাইল)প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৩(ঘাটাইল) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযুদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জামুরিয়া ইউনিয়ন পারষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেজটিন  সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপজেলা/ইউনিয়ন আওমীলীগ এবং সহযোগী সংগঠনে নেতাকর্মীবৃন্দ।