September 20, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সবাইকে রাজনীতি সচেতন হতে হবে: ইকরামুল হক টিটু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সবাইকে রাজনীতি করতে হবে এমন নয়। কিন্তু সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। দেশ ও সমাজের জন্য কে ভালো কাজ করছে তা বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায়ে রাখতে হবে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদ আয়োজিত নবীন বরণ-প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র।

মেয়র আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদার শিক্ষা নীতির কারণে দেশের শিক্ষা গবেষণায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে আজ পরিবর্তন দৃশ্যমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট শাহ মনজুরুল হক। ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপ-ইপ বিভাগের সভাপতি প্রফেসর ডঃ মোঃ মিন্নাতুল করিম, ময়মনসিংহ ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, শেরপুর নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান জয়, ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবিএম রিজওয়ান উল ইসলাম, সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মেজবাহ।

Print Friendly, PDF & Email