May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাহজালালে টয়লেট থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (জিডি) ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়। ওজন আনুমানিক ১৬ কেজি। স্বর্ণের বার গণনা চলছে। গণনার পর স্বর্ণের বার ও ওজন সম্পর্কে নিশ্চিত তথ্য দেয়া যাবে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সিভিল অ্যাভিয়েশনের এক কন্টাক্টরকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে চাননি তিনি।

Print Friendly, PDF & Email